স্টাফ রিপোর্টারঃ
বিএনপি’র বহিষ্কৃত নেতা মেজর অবঃ আকতারুজ্জামান রঞ্জন বলেছেন, আমার সংগ্রাম হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির আজকে থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ট্রাক) প্রতিক বরাদ্দ পেয়েছি।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিক বরাদ্দ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে চান। আজকে থেকে শুরু হলো সেই চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় তিনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন কি না? যদি দেন তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারবো ইনশাআল্লাহ।
কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলা নিয়ে গঠিত ৬টি আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতীক ছিল ঈগল। ৬টি আসনে ৯জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি হওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।