গাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সারাদিন কিশোরগঞ্জ জেলা শহরে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন।

বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসরের নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বড়বাজারে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ জেলা, শহর, সদর নেতৃবৃন্দ।

Share.