গোলাম কবির স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক হওয়ায় আনন্দ মিছিল

0

স্টাফ রিপোর্টারঃ

কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে আওয়ামী লীগ নেতা ব‌্যা‌রিস্টার গোলাম ক‌বির ভূইয়া‌ আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের কে‌ন্দ্রীয় শ্রম‌ বিষয়ক সম্পাদক নির্বা‌চিত হওয়ায় আনন্দ মি‌ছিল ক‌রে‌ছে স্থানীয় আওয়ামী লীগ।

আজ শ‌নিবার বি‌কে‌লে তাড়াইল উপ‌জেলা আওয়ামী লী‌গ কার্যালয় থে‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও দলের কে‌ন্দ্রিয় নেতা‌দের অ‌ভিনন্দন জা‌নি‌য়ে এক‌টি আনন্দ মি‌ছিল বের হয়। মি‌ছিল‌টি উপ‌জেলা সদ‌রের বি‌ভিন্ন সড়ক ঘু‌রে আবারও দলীয় কার্যাল‌য়ে গি‌য়ে শেষ হয়।

সেখা‌নে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে বক্তৃতা ক‌রেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আ‌জিজুল হক মোতাহার ও তাড়াই‌লের বা‌সিন্দা আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের নব নির্বা‌চিত কে‌ন্দ্রিয় শ্রম‌ বিষয়ক সম্পাদক ব‌্যা‌রিস্টার গোলাম ক‌বির ভূইয়া‌। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছা‌সেবকলীগসহ দ‌লের বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের শতাধিক নেতাক‌র্মিরা এ সময় উপ‌স্থিত ছি‌লেন।

Share.