স্টাফ রিপোর্টারঃ
৪র্থ বারের মতো শ্রেষ্ঠ পুরিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ওসি তদন্ত নাহিদ হাসান।
আজ বুধবার (২৩ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেব ওসি তদন্ত নাহিদ হাসান সুমনের নাম ঘোষণা করেন।
চলতি বছরের নভেম্বর মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে জেলা পুলিশের শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করেন। এসময় তার হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাহিদ হাসান সুমন তার এই সফলতার জন্য যারা সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, করিমগঞ্জ থানার ওসি তদন্ত নাহিদ হাসান সুমন পূর্বেও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছিলেন।