চাকরী পেলেন প্রতিবন্ধী আনিছ

0

স্টাফ রিপোর্টারঃ
এমএপাশ করেও কেবল শারীরিক প্রতিবন্ধীকতার কারণে কোনো কর্মসংস্থান হচ্ছিলনা আনিছুর রহমানের। তার ছোট বোনটি (আমেনা )ও প্রতিবন্ধী। কিশোরগঞ্জের সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের ছিদ্দিক মিয়ার এ দুইপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী ও পুনাক সভানেত্রী জীশান মীর্জার দৃষ্টিগোচর হয়। এরপর তাঁর উদ্যোগে আনিছকে একটি কম্পিউটার উপহার ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়।

জেলা পুলিশ ও জেলা পুনাক আজ দুপুরে আনিছকে একটি কম্পিউটার উপহার দেয়। একই সঙ্গে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের অনুরোধে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি তাকে একটি চাকরি দেয়। আজ দুপুরে আনিছ ওই চাকুরিতে যোগ দেন।

এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে জেলা পুলিশ নারীকল্যাণ সমিতি এক অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনসহ পুনাক ও জেলা পুলিশের কর্মকর্তারা।

Share.