চালের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়েছে সরকারঃসাধন চন্দ্র মজুমদার

0

মাই ২৪ বিডি ডেস্কঃ

চালের দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়েছে সরকার। বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক ৬২.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

খাদ্য মন্ত্রী আরো বলেন, চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারের এ পদক্ষেপ নিয়েছেন। বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন।

গত ২৪ ডিসেম্বর বেসরকারিভাবে চাল আমদানি শুল্ক কমানোর অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জানুয়ারি মধ্যে আবেদন জমা নিয়ে এরপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কাকে কতটুকু আমদানির অনুমোদন দেওয়া হবে।

Share.