চীনা সংস্থার আটটি অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশনায় স্বাক্ষর করেছেন ট্রাম্প

0

মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ

চীনা সংস্থার সঙ্গে সর্ম্পকিত আলিপে, উইচ্যাট পে, শেয়ারইটসহ মোট আটটি অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এইসব অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এইসব সংস্থা বেইজিংকে দেয়ার ব্যাপারে জাতীয় নিরাপত্তার শঙ্কায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ট্রাম্প প্রশাসন। ৪৫ দিনের মধ্যে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদেও তথ্য সংগ্রহ করে। যে কোন সময় সরকারি কর্মচারীদের অবস্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এ ব্যাপারে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর সাথে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। এই আদেশ কার্যকর হওয়া পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প।

Share.