চীন ও পাকিস্তান নিরাপত্তায় যৌথ আকাশ মহড়া

0

মাই ২৪ বিডি আর্ন্তজাতিক ডেস্কঃ

চীন ও পাকিস্তান নিরাপত্তা মোকাবেলায় যৌথ আকাশ মহড়া শাহীন-৯ সম্পন্ন করেছে। দুই দেশের বিমানবাহিনীর অংশগ্রহণে আজ বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) মহড়াটি সম্পন্ন হয়। পাকিস্তন বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

দুই বন্ধু দেশের বিমান মহড়ায় অংশগ্রহণ করে পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী (পিএলএএএফ) এবং পাকিস্তান বিমানবাহিনী। এই মহড়াটি এক বছর পাকিস্তান ও পরের বছর চীনে হয়ে থাকে।

এ সময় পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল (এসিএম) মুজাহিদ আনোয়ার খান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নং রং। পরবর্তী আকাশ মহড়া শাহীন দশম ২০২১ সালে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share.