স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেছেন, কটিয়াদি-পাকুন্দিয়া এলাকায় জাতীয় কোন দিবসে আর মারামারি-হানাহানি হবে না। বিগত ৫বছর জাতীয় দিবস গুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হতো। এবং এক পর্যায়ে হামলা মারামারিতে লিপ্ত হতো আওয়ামী লীগের দুই গ্রুপ। এখন থেকে এসব আর হবে না। যে যেখানে ইচ্ছা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহরাব উদ্দিন আরও বলেন, আমি আমার ক্ষমতার অপব্যবহার করবো না। আমি আমার নেতাকর্মীদের বলেছি গত ৫ বছর শুধু জাতীয় দিবস আসলে মাথা গরম থাকতো। চিন্তায় থাকতাম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে কার পা ভাঙে কার হাত ভাঙে। এমন আজগুবি কাণ্ড ঘটেছে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে। সংঘর্ষ মোকবেলায় আমার ১০ হাজার লোক নিয়ে গিয়ে ফুল দিতে হয়েছে। সাবেক এমপি (নূর মোহাম্মদের) কারণে। সামনে ২১ ফেব্রুয়ারী ওইদিন থেকে কটিয়াদি-পাকুন্দিয়ার সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে কোনরকম সংঘাত,সহিংসতা ছাড়া। আমি একটা দল করি আমার একটা সেন্টিমেন্ট রয়েছে। আমার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো না, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো না এটা কোন গুন্ডামি হতে পারে না। হিংসাত্মক কাজ করে রাজনীতি হতে পারে না। গত ৭ জানুয়ারি পর্যন্ত যা হয়েছে সব বাদ। এখন থেকে আমরা নতুন করে শুরু করবো কোন রকম সংঘাত হবে না।