“জানা-অজানায় বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের গ্রন্থনা ও প্রকাশনায় “জানা-অজানায় বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (০২ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউজের দু’তলায় মুক্তিযদ্ধা কর্ণার ও লাইব্রেরীতে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এসময় কিশোরগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, জেলা পরিষদওে প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ।

বইটির সম্পাাদনা পরিষদে ছিলেন জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার মাহামুদুল হাসান ও অব: প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জাহান।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন বইটিকে জেলার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ১০০ পৃষ্ঠার এই বইয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ৫০০টি প্রশ্নের উত্তর সংযোজন করা হয়েছে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, শৈশব, পারিবারিক জীবন, শিক্ষাজীবন, রাজনীতিতে হাতেখড়ি, ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনীতি, ছয় দফা এবং বাঙালির অবিসংবাদিত নেতা, স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশ পুনর্গঠন, ১৫ আগস্ট এবং একটি কালো অধ্যায়, বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর স্মরণীয় কিছু উক্তি ও ছবি গ্যালারী’সহ বিপুল তথ্য দিয়ে বইটি ফুটিয়ে তোলা হয়েছে।

Share.