জালোয়াপাড়া মোড় এখন মরণফাঁদ

0

প্রতিনিধি পাকুন্দিয়াঃ

কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে ট্রাকচাপায় বজলুর রহমান নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের জালোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান (৫৫) জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, রিকশায় মাল বোঝাই করে পুলেরঘাট থেকে নান্দলার দিকে যাচ্ছিলেন বজলুর। জালোয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার রিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন বজলুর।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার রাতে একই জায়গায় পিকআপের চাপায় শুভ (২০)নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয় ও তার ও দুদিন আগে কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী সুরাইয়া আক্তার মিতু পিকাপ ভ্যানের চাপায় মারাত্বক আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান পুলেরঘাট বাজার এলাকায় রাস্তার দুধারে হাইওয়ে জায়গায় অবৈধভাবে দোকানপাট ও অটো স্ট্যান্ড গড়ে উঠায় প্থচারীরা চলতে অসুবিধা হয়। এজন্য প্রায়শই এসব দূর্ঘটনায় প্রাণ যাচ্ছে পথচারীদের।এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের শুদৃষ্টি কামনা করছে।

Share.