নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে করোনা সচেতনতার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) বিকেলে গাইটাল সার্কিট হাউজের সামনে পথাচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্য বিধি মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করা হয়। সেই সাথে স্বাস্থ্য বিধি না মেনে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। পরে গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচলনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া।
উম্মে হাফসা নাদিয়া বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ১১টি মামলাসহ মোট ১২ হাজার ৮০০টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসেনর পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।