জো বাইডেনের শপথ অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীদের হামলার আশঙ্কা

0

মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘনিয়ে আশার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। শপথ অনুষ্ঠানের আগেই ট্রাম্পপন্থীরা সশস্ত্র বিক্ষোভ করেছেন। রবিবার দেশটির বিভিন্ন স্টেট হাউসের (রাজ্য আইনসভার) সামনে সশস্ত্র অবস্থায় বিক্ষোভ করে ট্রাম্পপন্থীরা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, শপথ অনুষ্ঠানে দায়িত্ব থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা করে বসেন কি না এই নিয়েও দুশ্চিন্তা কাজ করছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীদের ঘেঁটে দেখতে এফবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। বাইডেনের শপথ অনুষ্ঠান হবে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে। ওয়াশিংটন শহরের নিরাপত্তায় এরই মধ্যে ২৫ হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ বিবিসি

Share.