টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পাকুন্দিয়া সরকারি কলেজ অধ্যক্ষের শ্রদ্ধা

0

স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও মাগফেরাত কামনায় মোনাজাত করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজের (নব্য সরকারিকরণকৃত)অধ্যক্ষ মো. কফিল উদ্দিন ও শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মনসুর, সহকারী অধ্যাপক সাদেক আকন্দ, সহকারী অধ্যাপক নুরুল আমিন পারভেজ, প্রভাষক চিত্তরঞ্জন বর্মন, প্রভাষক সাইফুল্লাহ,প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক মোঃ রতন মিয়া প্রমুখ। পরে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য দেন তারা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন জানান, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়প্রধানমন্ত্রী ও দেশরত্ম শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজকে সরকারিকরণ ঘোষণা করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

Share.