স্টাফ রিপোর্টারঃ
আপনারা কি কেনো দিন দেখছেন কোনো একটা এজেন্সি রাজনৈতিক নেতাকে এভাবে হুমকি দিতে যে ট্রাকে না উঠলে গুলি করা হবে। এসব ভয়ভীতি দেখানো হচ্ছে। এটা কিসের আলামত? এটাকি নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত?
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহে পথ সভায় এভাবেই অভিযোগ করে বলেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নূর মোহাম্মদ সাহেব হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তিনি রাতারাতি নৌকাকে নিয়ে অন্য স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র বহিষ্কৃত নেতা মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জনের প্রতিক (ট্রাকে) উঠে গেছেন। দুঃখজনক ব্যাপার পুলেরঘাট বাজারে যেখানে পার্টি অফিস (নৌকা প্রতীকের অফিস) ছিল এখানে নৌকাকে ভেঙেচুরে ট্রাকের অফিস করা হয়েছে। যে যার রাজনীতি করতে পারে। কিন্তু তিনি আজকে মানুষকে বিভিন্ন প্রলোভন ও হুমকি দেন তিনি একজন পুলিশের সাবেক প্রধান ও বর্তমান এমপি এসব তিনি ব্যবহার করছেন। এরই মধ্যে একটা এজেন্সি। আমি ভাবতে পারি না কোন সরকারি এজেন্সি আমার কর্মী সমর্থকদেরকে ভয়-ভীতি এবং হুমকি দিতেছে। আমাদের কাছে রেকর্ড আছে, টেলিফোন নাম্বার আছে, কারা কারা ফোন করেছে কিভাবে টেলিফোন করে নিয়েছে। সব রেকর্ড আপনারা যদি চান আমি দেব। ভুল করে আজকে সুন্দর নির্বাচনকে নস্যাতের দিকে নিয়ে যাচ্ছে। সারাদেশের শত্রু, জাতীয় শত্রু, আমাদের শেখ হাসিনার শত্রু। নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেই চেষ্টা তারা করছে।
তিনি আরও বলেন, আমরা এ বিষয়গুলো জেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানায়নি তবে মৌখিকভাবে বলা হয়েছে। পুলিশ সুপারকে বলা হয়েছে তারা আশ্বস্ত করেছে একটা ব্যবস্থা নেওয়ার। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন অফিসের মিটিংয়ে বলেছি নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড নেই। এখনো রাস্তার পাশে, বিভিন্ন বাজারে রঙ্গিন বিলবোর্ড রয়ে গেছে যা এখনো অপসারন করা হয়নি। আমি আপনাদের মাধ্যমে (সাংবাদিক) বলতে চাই নির্বাচনে একটি লেবেল প্লেয়িং ফিল্ড করা হোক। যাতে ভোটটি সুষ্ঠু হয়।
পথসভায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, শামসুদ্দোহা, ভিপি ফরিদ উদ্দিন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। পথসভায় পাকুন্দিয়া উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ কটিয়াদী উপজেলার নিজ বাসভবনে বিএনপি’র বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে আনুষ্ঠানিক সমর্থন জানান। এ সময় তার অনুসারীরা সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহার আকন্দ, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর টেলিভিশন প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী আলেয়া, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম। এছাড়াও দুই স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক এমপি সোহরাব উদ্দিনসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।