মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড পেন্টাগানের উপদেষ্টা পরিষদের কয়েকশ সদস্য কে বহিস্কার করা হয়েছে। তারা সবাই ট্রাম্পের লোক হিসেবে পরিচিত।
লয়েড অস্টিন ৪২টি উপদেষ্টা পরিষদের বিষয়ে পর্যালোচনার নির্দেশ দিয়ে তাদের কার্যক্রম স্থগিত করেছেন এবং বোর্ডের সদস্যকে বহিষ্কার করেছেন বলে জানিয়েছেন আমেরিকার দুইজন সহকারী কর্মকর্তা।
লয়েড অস্টিন এসব উপদেষ্টাকে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাবেন। এসব উপদেষ্টাকে বহিষ্কার করার ফলে জো বাইডেন প্রশাসনের কোটি কোটি ডলার খরচ বেঁচে যাবে।
লয়েড অস্টিন প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সূত্র: পার্সটুডে