ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর মানববন্ধন

0

স্টাফ রিপোর্টারঃ
গত শনিবার (২৯ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয় স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন করেছে কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন। মঙ্গলবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী। সংগঠনের সদস্য সচিব দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরি, দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি ফাইজুল হক গোলাপ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শামসুল আলম শাহীন, রুপান্তর টিভি ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমের টিটু, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিপন, কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম, প্রভাতীর খবরের জেলা প্রতিনিধি এনামুল হক সেলিম , ডাকার ডাকের জেলা প্রতিনিধি মস্তুফা শাওন, সাপ্তাহিক শরুক এর নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, শতাব্দীর কন্ঠের আবুল কাশেম, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী রকি, আজকের আলোকিত সকালের জেলা প্রতিনিধি মাহবুব আলম, বিশ্ব মানচিত্রের জেলা প্রতিনিধি মাসুদ মিয়া, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক কামাল, ছাত্রনেতা রায়হান উদ্দিন, জুবায়ের ইসলাম পাপ্পু, আশিকুর রহমান শুভ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের মানুষের খুব কাছে থেকে কাজ করেন। তাদের ওপর হামলা গণতন্ত্রের ওপর হামলার শামিল। অবিলম্বে হামলা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় চার সাংবাদিক। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের ম-লপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ওই চার সাংবাদিক হলেন- ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, রাইজিংবিডি ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল এবং ঢাকা মেইল ডট কম ও দৈনিক উষার বাণীর ঠাকুরগাঁও প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

Share.