স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার বাছাই দিয়ে শুরু হলো ক্রীড়া পরিদপ্তর এর ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) ২০২২ এর তৃনমূল পর্যায়ে কিশোরগঞ্জ জেলার বাছাই।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিকেলে এই বাছাইয়ের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। অনুষ্ঠানের সভাপত্বি করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান শামীম।
সদর উপজেলার বাছাইয়ে অংশ নেয় ২৬ জন খেলোয়াড়। চূড়ান্ত ভাবে মো: জুবায়ের, আশরাফুল ইসলাম এবং কামরুল ইসলাম এই ৩ জন খেলোয়াড়কে নির্বাচন করেন কোচ ইয়াহিয়া ভূইয়া এবং রিপেল হাসান। আগামী ২০ জানুয়ারি এর মধ্যে জেলার প্রতিটি উপজেলায় এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। বাছাইয়ে সার্বিক সহযোগিতা করছে উপজেলা ক্রীড়া সংস্থা। প্রতিটি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে।
জেলা পর্যায়ের ক্যাম্প থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। বাছাইকৃত ৮ বিভাগের খেলোয়াড়দের নিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) ২০২২ টুর্নামেন্ট।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											