ঢাকা-কিশোরগঞ্জ রুটে ১৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

0

স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ ১৭ ঘন্টা পর ঢাকা-কিশোরগঞ্জ ও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার বিকেলে লাইনচ্যুত হয় কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুইটি বগি। রোববার (২৬ নভেম্বর) কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মিজানুর রহমান।

তিনি বলেন, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর ময়মনসিংহ ও আখাউড়া থেকে মোট দুইটি উদ্ধাকারী রিলিফ ট্রেন এসে রাত ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকাজ শেষে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে লাইনে সমস্যা থাকায় রবিবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এগারসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনের পরিবর্তে কটিয়াদী উপজেলার মানিকখালি স্টেশন থেকে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও এ ঘটনায় শনিবার বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া চারটার সময় কিশোরগঞ্জের কটিয়াদী গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুলে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-কিশোরগঞ্জ ও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি। এ ঘটনায় কোন যাত্রী হতাহত না হলেও ভোগান্তিতে পড়ে দুই ট্রেনের যাত্রীরা। আর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারো সিন্ধুর গোধুলি ট্রেনটি মানিকখালি স্টেশনে এসে স্টপেজ দেয়।

Share.