তামিমও চোট পেয়েছেন

0
মাশরাফি পর চোট পেয়েছেন ওপেনার তামিম ইকবালও। কিউদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে তিনি চোট পান। এতে আঙ্গুল কালশিটে হয়ে উঠলেও পরীক্ষায় চিড় ধরা পড়েনি।৪৮ ঘন্টা পর তামিমকে পুনরায় পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিজিওর মন্তব্য তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একই ম্যাচে ইনজুরিতে পড়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ওপেনার ইমরুল কায়েস। তবে এই দু’জনের মধ্যে মাশরাফির চোটটা গুরুতর। ডান হাতের বুড়ো আঙ্গুল ভেঙে যাওয়ায় আগামী ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে আশার কথা ইমরুলের চোট গুরুতর না হওয়ায় স্ক্যানেরও প্রয়োজন পড়েনি। তাই ইমরুল মাঠে ফিরছি।
Info : bd-pratidin.com
Share.

About Author