তাড়াইলে অটোরিকসা চালকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের তাড়াইলে মোস্তফা কামাল (৩০) নামে এক ব্যাটারি চালিত অটো রিকসা চালকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর করাতি গ্রামে রাস্তার পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোস্তফা উপজেলার ৭নং তাড়াইল সাচাইল ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে। নিহত মোস্তফার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোস্তফা কামাল ব্যাটারি চালিত অটো রিকসা চালাত। রাতে কে বা কারা মোস্তফা কামাল কে শ^াস রোধে হত্যা করে উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর করাতি গ্রামে রাস্তার পাশের গর্তে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত মোস্তফার অটো রিকসা, মোবাইল ও অটো রিকসা ভেতর থেকে জুতা উদ্ধার করে। এবং অটো রিকসা থেকে ২০০গজ দূরে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশের গর্ত থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোস্তফা কামালকে শ^াস রোধে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা আব্দুল জলিল বাদী হয়ে তাড়াইল থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার (১৩)। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুতই হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি মজিবুর রহমান।

Share.