স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানার ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বেচ্ছাসেবক লীগ বহির্ভূত ব্যক্তিরা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে তাড়াইল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
এসময় লিখিত বক্তব্যে যুগ্ম আহবায়ক খোকন ভূইয়া বলেন, গত ২৩ জানুয়ারি তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানার ব্যবহার করে একটি কুচক্রি মহল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূইয়াকে নিয়ে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৩৫ সদস্যের আহবায়ক কমিটি ও ৬টি ইউনিয়নের কোন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এর তীব্র প্রতিবাদ জানান। পরে বিক্ষোভ করেন নেতারা।
এসময় উপজেলা কমিটির আহবায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহবায়ক সারজুল ইসলাম, জোবায়ের হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।