তিনদিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

0

স্টাফ রিপোর্টারঃ
তিন দিনের সরকারি সফর শেষ করে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে রওনা হয়ে ঢাকায় পৌঁছন তিনি। এর আগে দুপুরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করেন। এরপর বাবা মায়ের কবর জিয়ারত করেন।

এ সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, কিশোরগঞ্জ ৪- (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি ও তার সাবেক নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম গিয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এসময় তিনি তিন উপজেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, সুশীল সমাজের লোকজন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন।

Share.