নিউজ ডেস্কঃ
তুরস্কে এখনও দেশটির ছয় প্রদেশের ১৩ জায়গায় দাবানল নিয়ন্ত্রনে আনা যায়নি। গত ৯ দিনে ৪৪ প্রদেশে ১৯১টি দাবানল নেভাতে পেরেছে। বৃহস্পতিবার দেশটির কৃষি ও বন মন্ত্রী বেকির পাকদেমিরলি এ তথ্য জানান। খবর আনাদোলুর।
মন্ত্রী বলেন, এখনও আদানা, আনতালিয়া, আইদিন, দেনিজলি, ইস্পার্টা এবং মুগলার বিভিন্ন এলাকায় ১৩টি দাবানল জ্বলছে। সরকারি তথ্যমতে, ২৮ জুলাই থেকে ছড়িয়ে যাওয়া দাবানলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে ইতোমধ্যে তিন হাজার ৭১৪ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কৃষিজমি, গবাদিপশু, কৃষি অবকাঠামো, কৃষি যন্ত্রপাতি এবং শস্য পুড়ে গেছে।
পাকদেমিরলি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১৬টি প্লেনে, ৫৬ হেলিকপ্টার এবং ৮৫০টি অগ্নিনির্বাপক গাড়ির সাহায্যে দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।