দপ্তরির নেতৃত্বে অর্ধশত গাছ কর্তন, অভিযোগ করায় অবরুদ্ধ পরিবার

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির নেতৃত্বে অর্ধশত গাছ কর্তন ও ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। রোববার (৭ মে) দিবা গত রাত দেড়টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম ছেনু (৩৫) আউলিয়াপাড়া এলাকায় মৃত আ. খালেকের ছেলে ও ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। এ কাজে সহযোগিতা করে তার ছোট ভাই ফারুক হোসেন(৩২)। অভিযুক্ত শফিকুল ইসলাম ছেনু ও ফারুক হোসেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমানের আপন ছোট ভাই।

জানা গেছে, পারিবারিক জমি সংক্রান্তে বিরোধের জেরে রোববার (৭ মে) দিবা গত রাত দেড়টার দিকে শফিকুল ইসলাম ছেনু ও ফারুক হোসেন দা দিয়ে বাড়িতে লাগানো আম, কাঁঠাল, নারিকেল, সুপারী, মেহগনী, লটকনসহ বিভিন্ন প্রকারের অর্ধশতাধিক চারা গাছ কেটে ফেলে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকা। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত শফিকুল ইসলাম ছেনু ও ফারুক হোসেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমানের উপর হামলা করে। তার ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে। এসময় শফিকুল ইসলাম ছেনু ও ফারুক হোসেন তাকে প্রাণনাশের হুমকি দেয়। আহত ভুক্তভোগী হাবিবুর রহমানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা করানো হয়।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, ভাইদের সাথে পারিবারিক সমস্যা নিয়ে গতকাল রাতে সালিশ-দরবার ছিল। সেই সালিশ-দরবারে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন উপস্থিত ছিলেন। উনার উপস্থিতিতে আমার অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয় ও আমাকে মারপিট করে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করলে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। পরিবার নিয়ে আমি খুব বিপদে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত ভিটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শফিকুল ইসলাম ছেনুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তার কোন বক্তব্য নেই বলে তিনি জানান।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, চেয়ারম্যানের উপস্থিতিতে গাছ কাটার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন জানান, তাদের পাঁচ ভাইয়ের জমি জমা নিয়ে পারিবারিক সমস্যা রয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনায় সালিশ-দরবারে বসলেও বিষয়টি মীমাংসা হয়নি।

Share.