দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ও মদদদাতাদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে

0

নিউজ ডেস্কঃ
ইউপি নির্বাচন নিয়ে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, তাদের মদদদাতা, উসকানিদাতা নেতা ও জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (১ নভেম্বর) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি করা হচ্ছে’ অপকর্ম করলে কেউ রেহাই পাবে না- শাস্তি তাদের পেতেই হবে।’ছলে-বলে-কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে শৃঙ্খলাবিরোধী অপকর্ম বলে গণ্য করা হবে।’

আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে বলেই জনগণ আওয়ামী লীগের প্রাণশক্তি। অপরদিকে যারা ক্ষমতাকে নিজের ভাগ্য বদলের চাবি মনে করে এবং দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে, ষড়যন্ত্র, হত্যা, সন্ত্রাসনির্ভর রাজনীতি করে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Share.