প্রতিনিধি কটিয়াদীঃ
কিশোরগঞ্জে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনকে তিন শতাধিক বই উপহার দিয়েছে বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ ও নদী বিষয়ক পত্রিকা- সংগঠন ‘রিভার বাংলা’। আজ শনিবার (৭ মে) বিকালে জেলা পাবলিক লাইব্রেরিতে এ বই উপহার প্রদান অনুষ্ঠানে এবং বই ও রিভার বাংলা’র সম্পাদক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও লেখক, গবেষক মু আ লতিফ।
বিশেষ অতিথি জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন।
বই উপহার অনুষ্ঠানে কবি আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি ছড়াকার বিজন কান্তি বণিক, কলামিস্ট গাজী মহিবুর রহমান, গল্পকার মুহাম্মদ শামীম রেজা, দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈম, উন্নয়নকর্মী জিয়াউল হক বাতেন, তরুণ উদ্যোক্তা মো. মোবারক হোসেন। এ সময় প্রকাশক শাহ মো. মেশাহিদ, সাংবাদিক আহমদ আমিন, আমিনুল হক সাদী, দীপশিখা গ্রন্থাগার আন্দেলনের কর্মী মাহবুবুর রহমান, সাকিবুল হাসান সোহাগ, সাব্বির আহমেদ, কাওসার রানা প্রমূখ উপস্থিত ছিলেন।