দীপাবলী উৎসব বর্জন করে মুখে কালো কাপড় বেধে মৌন মানববন্ধন কর্মসূচি

0

স্টাফ রিপোর্টারঃ

দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়ি ভাঙচুরসহ সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে দীপাবলী উৎসব বর্জন করে মুখে কালো কাপড় বেধে মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের কালিবাড়ী মন্দিরে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সোয়া ছয়টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও শ্রী শ্রী কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়সহ সনাতন ধর্মালম্বীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Share.