স্টাফ রিপোর্টারঃ
রমজান মাসে সারা দেশে দ্রব্যমূল্যের বাজার যখন উর্ধ্বগতি এমন সময় ১০ টাকা কেজি ধরে দুধ বিক্রি করে সারা ফেলে দিয়েছেন কিশোরগঞ্জের ব্যবসায়ী এরশাদ উদ্দিন। তিনবছর যাবত রমজান মাস এলেই মাসজুড়ে নাম মাত্র মূল্যে দুধ বিক্রির এমন উদ্যোগ নেন তিনি। যা চলে পুরো রমজান মাসজুড়ে। সকাল হওয়ার সাথে সাথে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্র শতেক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলেই দুধ নিতে আসেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামে জেসি এগ্রো ফার্ম থেকে গত ৩ বছর যাবত এভাবেই দুধ বিক্রি করে আসছেন এরশাদ উদ্দিন।
দুধ নিতে আসা সাধারণ মানুষজন বলেন, বাজারে সব কিছুরই মূল্য অনেক বেশি। রমজানে ১০০ টাকা লিটার করে দুধ কিনে খাওয়া আমাদের মতো গরীব মানুষের ধারা সম্ভব না। এরশাদ উদ্দিন রমজানের শুরুর দিন থেকে ১০ টাকা করে দুধ দিতেছে এই দুধ দিয়েই আমরা সেহরি খাব। আমাদের সকল বিপদেই এরশাদ উদ্দিন পাশে থাকেন। ১০ টাকা হলো নাম মাত্র মূল্য। কারণ বিনামূল্যে দিলে অনেকেই লজ্জায় নিতে চাইবেন না তাই ১ লিটার দুধ ১০ টাকা মূল্য রাখছেন। তিনি সব সময়ই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকেন।
জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন জানান, তিন বছর আগে নিজ এলাকায় জে সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের ৪০০ গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৭৫ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। যে কেউ তার খামার থেকে নাম মাত্র ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। রমজান আসলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে এক কেজি দুধ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকা দামে নিম্নবিত্ত মানুষের ক্রয় করে খাওয়ার ক্ষমতা নেই। এ বিষয়টা চিন্তা করেই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গত তিন বছর যাবত নাম মাত্র মূল্যে দুধ বিক্রি করে আসছি। এমনও লোকজনকে বিনামূল্যে দুধ দিয়েছি। এ কার্যক্রম চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পাশে থেকে প্রতি বছর রমজান মাসে নাম মাত্র মূল্যে দুধ বিক্রি করে যাব। এ বছর পুরো রমজানে খামারে দুই মেট্টিকটন দুধ উৎপাদন হবে।