স্টাফ রিপোর্টারঃ
কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ! তেলবাহী লরি দুর্ঘটনার কবলে পড়ার পর তেল সংগ্রহের মহোৎসবে মেতে উঠেছে এলাকাবাসী। জানা গেছে, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়াচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে উল্টে যায় একটি তেলবাহী লরি। এতে লরিটি থেকে ট্যাংকি ফেটে তেল পড়ে যেতে যেখা যায়।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়াচর এলাকায় দুপুর আড়াইটার দিকে সীমা ট্রেডার্সের তেলবাহী লরিটি দূর্ঘটনার কবলে পড়ে। তেলবাহী লরিটির চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর অহত হলে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভৈরব থেকে তেল নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল লরিটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ও একটি সিএনজি চালিত অটোরিকশাকেও চাপা দিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে তার মৃত্যু হয়। এদিকে লরিটি দুর্ঘটনায় পতিত হলে লরির সংরক্ষিত ট্যাংকি থেকে পড়ে যাওয়া তেল নিতে মানুষের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেককে বিভিন্ন পাত্রে তেল নিয়ে যেতে দেখা যায়।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											