স্টাফ রিপোর্টারঃ
মাস্ক পরিধান করুন সেবা নিন এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমনের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের ইসলামিয়া মার্কেট চত্ত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী,সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলারয় নিরাপদ থাকতে মাস্ক এর কোন বিকল্প নেই। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও নিজে এবং পরিবারকে সুস্থ্য রাখতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান ব্যতীত সার্ভিস না দেওয়া ও বিক্রয় থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তারা।
আলোচনা শেষে ইসলামিয়া মার্কেট চত্ত্বরে দোকানে মাস্ক, স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।