দেশে বেড়েছে তাপমাত্রা

0

মাই ২৪ বিডি ডেস্কঃ
দেশে বাড়ছে তাপমাত্রা। বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি। আজ সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকু-ে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহের মাত্রার সঙ্গে ব্যাপ্তিও বেড়েছে। রবিবার দেশের ১২ টি অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ হলেও তা বেড়ে দাঁড়িয়েছে ১৪টি।

বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পরে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাজশাহী, পাবনা ও নীলফামারী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা মঙ্গলবারও অব্যহত থাকতে পারে।

Share.