ধর্ষন চেষ্টা ও টাকা আত্মসাতের অভিযোগে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে শুভ আল মাহমুদ (শোভন) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে আইনগত নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সুমা ঘোষ নামে এক ভুক্তভোগী নারী। অন্যদিকে অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে টাকা আত্মসাতের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত ওই ব্যক্তি শুভ আল মাহমুদ। আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে কিশোরগঞ্জ শহরের স্থানীয় একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ জুন শনিবার রাত ৮টায় অভিযুক্ত আল মাহমুদসহ অজ্ঞাত কয়েকজন মিলে শহরের নগুয়া এলাকা থেকে মুখ চেপে জোরপূর্বক সিএনজি করে ওই নারীকে শহরের খরপট্টি এলাকায় তুলে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারের শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে ২৭ জুন আল মাহমুদসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে কিশোরগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ভুক্তভোগী ওই নারী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। সেই সাথে মামলায় ন্যায় বিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। অপর দিকে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে অভিযুক্ত আল মাহমুদ বলেন, অভিযোগকারী ওই নারী সোমা ঘোষের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের সর্ম্পক থাকায় ভুক্তভোগী ওই নারীকে টাকা ধার দেন আল মাহমুদ। পরবর্তীতে সর্ম্পকের অবনতি ও টাকা চাইতে গেলে টাকা আত্মসাতের জন্য ধর্ষন মামলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.