ধুমধাম আয়োজনে হলো দুই বিড়ালের বিয়ে, ছিলো ভুঁড়ি ভোজ

0
স্টাফ রিপোর্টারঃ
এবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে পোষা দুই বিড়ালের বিয়ে হয়েছে ধুমধামে। বিয়েতে সবকিছুর আয়োজন ছিলো৷ এছাড়াও অতিথিদের জন্য ছিলো ভুঁড়ি ভোজের আয়োজন৷ এই অবিশ্বাস্য বিয়ে নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা সমালোচনা। ১০ হাজার ১ টাকা দেনমোহর পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির এ বিয়ের আয়োজন করেন গৃহবধূ নাজমা আক্তার।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর বাজারের আলহাজ্ব ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের ছাদে মানুষের বিয়ের মতোই আয়োজন হয় বিড়াল দু’টির বিয়ে। এ বিয়ে উপলক্ষে প্রায় ৭০ জন মেহমানের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও ঠাণ্ডা পানীয়সহ ছিল বাহারি সব খাবারের আয়োজন।
নাজমা আক্তার কুলিয়ারচর বাজার আল্লাহ ভরসা মৎস্য আড়তের মালিক মো: মিশু মিয়ার স্ত্রী। তিনি কুলিয়ারচর বাজার আলহাজ্ব ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ে চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, স্বাভাবিক নিয়মে বিয়ের আগের দিন পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির গায়ে হলুদের আয়োজন করা হয়। বিয়ের দিন বরপক্ষ (দুষ্ট) পার্শ্ববর্তী পূর্ব গাইলকাটা মহল্লার মো: সেলিম মিয়া বরযাত্রী নিয়ে গেটে ২ হাজার ৫ টাকা দিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে বরযাত্রীসহ কনের বাড়ির মেহমান মিলে খাওয়া-দাওয়া শেষে পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে দেন। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ হাজার ১ টাকা। এ বিয়েতে ৭০ জন স্থানীয় মেহমান অংশগ্রহণ করেন। মেহমানের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও ঠাণ্ডা পানীয়সহ ছিল বাহারি সব খাবারের আয়োজন।
এ বিষয়ে গৃহবধূ নাজমা আক্তার জানান, কয়েকমাস ধরে শখ করে আনা বিড়াল দুটো লালন-পালন করছিলেন। তাদের নাম রাখেন দুষ্ট ও মিষ্টি। পরে ইচ্ছে হলো তাদের বিয়ে দেওয়ার। সেই ইচ্ছে থেকেই ধুমধামে দুষ্ট ও মিষ্টির বিয়ে এ আয়োজন করেন তিনি।
Share.