নকল করায় ইটনায় ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নকল করার অপরাধে ৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন কেন্দ্রে তাদেরকে বহিষ্কার করা হয়। তাদেরকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন, ইমরান হোসেন, মাছুম মিয়া, রিপন ভূইয়া, নাসির উদ্দীন, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ মুরাদ। তারা সবাই রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার দাস জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে কেন্দ্র পরিদর্শনে আসেন সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। এ সময় এক পরীক্ষার্থীর হাতে স্মার্ট ফোন দেখতে পান। তার কাছ থেকে স্মার্ট ফোনটি উদ্ধারের পর পুরো নকলের বিষয়টি বের হয়ে আসে। পরে আরও কয়েকজনের কাছে স্মার্ট ফোন ও নকল দেখতে পেয়ে তাদের ছয়জনকে বহিষ্কার করেন।

সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, বেলা সাড়ে ১১ টার সময় মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন পরিদর্শনে গিয়ে এক পরীক্ষার্থীর কাছে স্মার্ট ফোন দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। সেই স্মার্টফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে পাঠানো এবং বাহির থেকে উত্তরপত্র সংগ্রহের ছবিও পাওয়া গেছে। এই মোবাইলের সূত্র ধরেই পুরো নকলের বিষয়টি বেরিয়ে আসে। তিনি বলেন, ছয় জনের মধ্যে চার জনের কাছে স্মার্ট ফোন এবং দুইজনের কাছে নকলের কপি পাওয়া গেছে। পরে তাদেরকে বহিষ্কার করা হয়।

Share.