নজরুল ইসলাম মেডিকেল কলেজ হবে বিশ্বমানের, শহর উন্নয়নে নেয়া হবে মেগা প্রকল্প

0

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিজয়ী হয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। বিজয়ের পর সংসদ সদস্য সৈয়দা জকিয়া নূর লিপি সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ-হোসেনপুরের মানুষ আবার প্রমাণ করলেন এই আসনটি নৌকার ঘাঁটি। এখানে নৌকার জয় অনেক আগেই শুরু হয়েছিল। সামনে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি। এই আসনের মানুষের যে চাওয়া পাওয়া তার মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার যে কাজ গুলো রয়েছে এই কাজগুলো হাতে নেব। কিছু মেগা প্রকল্প গ্রহণ করা হবে।যার মাধ্যমে এই আসনের দুইটি উপজেলা সুন্দর ও পরিকল্পিত শহরে পরিণত করা হবে।

লিপি আরও বলেন, কিশোরগঞ্জ সদরে একটি শেখ কামাল আইট র্পাক হচ্ছে। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাছাড়া একটি ইকোনমিক জোন হচ্ছে সেটি পরিপূর্ণ কার্যক্রম চালু হলে সেখানে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। এছাড়াও আরও কিছু কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জাকিয়া নূর বলেন, আমি একজন ডাক্তার। বিশ্বের সবচেয়ে ভালো একটি স্বাস্থ্যখাতে কাজ করেছি।সুতরাং আমার পরিকল্পনা আছে অভিজ্ঞতা আছে সেটিকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জের জনগণকে সাথে নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্বমানের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে।

Share.