নতুন অঙ্গ আবিষ্কার মানবদেহে

0

 

এক আইরিশ বিজ্ঞানী মানব দেহে নতুন একটি অঙ্গ আবিস্কার করলেন।যেটির অস্তিত্ব এতদিন অজানাই ছিল। পরিপাকতন্ত্রে শত শত বছর ধরে বিরাজমান এই অঙ্গটির নাম মেসেনটারি। মেসেনটারি আবিষ্কারের পর মানবদেহে এখন অঙ্গ হয়ে দাঁড়াল ৭৯টি।

কফি বলেন, “মেসেনটারির গঠনতন্ত্র আবিষ্কার হয়েছে। কিন্তু এই অঙ্গের কাজ নিয়ে এখন গবেষণা করা দরকার। মেসেনটারির কাজ কি তা জানতে পারলে এর অস্বাভাবিক কাজগুলোও বোঝা যাবে। ফলে রোগও ধরা পড়বে। ”

অন্ত্র থেকে উদরের সঙ্গে সংযুক্ত অঙ্গ এই মেসেনটারি। এতদিন এটিকে পরিপাকতন্ত্রের আলাদা ক্ষুদ্রাংশ হিসেবে ভাবা হত। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, এটি সম্পূর্ন আলাদা একটি অঙ্গ। যদিও এই অঙ্গটির কাজ কী সে ব্যাপারে এখনও স্পষ্ট নন বিজ্ঞানীরা।

অঙ্গটির আবিষ্কারক জে ক্যালভিন কফির মতে, মেসেনটারি অঙ্গ হিসাবে অবিষ্কার হওয়াটা গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে। পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রে মেসেনটরির কী ভূমিকা আছে তা এখন আলাদাভাবে বোঝা সম্ভব হবে।

Share.

About Author