স্টাফ রিপোর্টারঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে নরসুন্দা নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নদীর প্রাণ ফিরিয়ে আনতে মাসব্যাপী এ কার্যক্রম হাতে নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নরসুন্দা নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় তিনি জানান, মৃতপ্রায় নরসুন্দা নদীতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে গুরুদয়াল কলেজ সেতু থেকে আখড়া বাজারস্থ উচ্চ বালিকা বিদ্যালয় ব্রিজ পর্যন্ত নদী পরিষ্কার কার্যক্রম চালানো হবে। পর্যায়ক্রমে নদীর অন্যান্য অংশেও এ কার্যক্রম চলবে।
পৌরসভার আয়োজনে মাসব্যাপী চলা এ কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি কর্মকর্তারা। নদী বাঁচাতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।