নানাবাড়ি বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে প্রাণ গেলো জান্নাতের

0

স্টাফ রিপোর্টারঃ

নানার বাড়িতে বেড়াতে এসে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার  বাঙ্গালপাড়া ইউনিয়নে নোঁওয়া গাঁও হাওরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

মৃত দুই বছর বয়সী জান্নাত আক্তার ব্রাহ্মবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোওয়ালনগর ইউনিয়নের কদমতলি গ্রামের প্রবাসি রফিকুল ইসলামের মেয়ে।

জানা গেছে, মায়ের সাথে শিশু জান্নাত নোঁওয়া গাঁও নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে নানা বাড়ির আঙ্গিনায় খেলাধূলা করছিল সে। হঠাৎ সবার অজান্তে বাড়ি সংলগ্ন হাওরের পানিতে তলিয়ে যায়। বাড়ির আঙ্গিনায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে হাওরের পানিতে থেকে জান্নাতকে উদ্ধার করা হয়। দুপর ১২টায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে আবাসিক মেডিক্যাল চিকিৎসক মো. ইউসুফ আলী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জান্নাতের মৃত্যু হয়েছে। বাঙ্গলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Share.