স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দাতা প্রতিষ্ঠাতা মরহুম হাজী মতিউর রহমান ভূঞা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম সুলতান উদ্দিন ভূঞা স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে চৌদ্দশত ইউনিয়নে অবস্থিত নান্দলা আছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবারবর্গ ও এলাকাবাসীর উদ্দ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে বিদ্যালয়ের নামে তিন একর জমি দান করাসহ সকল প্রকার সহযোগিতা করেন দাতাগণ। স্থাপনের পর থেকে বিভিন্ন বাঁধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে সমাজে আলোকিত মানুষ গড়ার পাশাপাশি স্কুল থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন ছাত্র-ছাত্রী দেশ ও দেশের বাহিরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন পর্যায়ে প্রশাসনসহ রাজনৈতিকভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ছাত্র ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আলোচনা শেষে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিথ ছিলেন।