স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইল থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নূরুল হক ভূইয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নান্দাইল উপজেলার চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী নূরুল হক নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের মৃত মমতাজ উদ্দিন ভূইয়ার ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি চক্র কিশোরগঞ্জসহ আশ পাশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই ভিত্তিতে নূরুল হককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।