স্টাফ রিপোর্টারঃ
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ। রবিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক সাইফুল হক মোল্লা দুলু, সদস্য সচিব সাইফ উদ্দীন আহমেদ লেনিন, সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, আলম সারোয়ার টিটু, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল,টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আদনানসহ অন্যরা।
এসময় বক্তারা নাদিম হত্যাকারীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন চৌধুরী জুয়েল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, আরটিভি’র জেলা প্রতিনিধি আনম তানবীর হায়দার ভূঁইয়া, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এসকে রাসেল, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফউদ্দিন হোসাইন জীবন, আমার বাংলাদেশ এর সাব এডিটর মো. মনির হোসেন, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তাসলিমা আক্তার মিতু প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।