না ফেরার দেশে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো; মেসির আবেগঘন স্টেটাস

0

মাই ২৪ বিডি খেলা ডেস্কঃ

না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা। মঙ্গলবার (৮ডিসেম্বর) রাতে তিনি না ফেরার দেশে চলে জান। ২০১৪ সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো অনেকদিন যাবত হৃদরোগে জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ডিয়েগো ম্যারাডোনার মৃত্য শোক ভুলতে না ভুলতেই আর্জেন্টিারা আরেকটা দুঃসংবাদ পেলেন।

কোচকে হারিয়ে মন কাঁদছে লিওনেল মেসিরও। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে মেসি লেখেন, “তোমার কাছে কোনো কিছু প্রকাশ করাই ছিল শান্তির।” 

“তিনি ছিলেন একজন মহান মানুষ। আমার ক্যারিয়ার গড়তে ভীষণ সহায়তা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্ব ও বিশ্বকাপে আমাদের ফুটবলের কিছু মুহূর্ত আমরা এক সঙ্গে উপভোগ করেছি। ‍উনার শোকার্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।”

২০১১ সালে দায়িত্ব নিয়ে তিন বছর আর্জেন্টিনা কোচের পদে ছিলেন সাবেলা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপার খুব কাছে নিয়ে যান তিনি। ফাইনালে অবশ্য জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল সাবেলার আর্জেন্টিনা। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশেও এসেছিলেন সাবেলা।

Share.

About Author