মাই ২৪ বিডি ডেস্কঃ
না ফেরার দেশে চলে গেলেন খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ খবর নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ নাসিফ মকসুদ। তিনি বলেন, আজ বিকেলে হঠাৎ করেই শ^াসকষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন সৈয়দ আবুল মকসুদ। পরে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দ আবুল মকসুদ বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন বই লিখেছেন।