স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু দুস্থ ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পুরাতন বাজার এলাকায় ২০০ জনের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়ার অর্থায়নে বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাপস সাহা অপু।
নিকলী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি নিকলী উপজেলা কৃষক দলের সদস্য সচিব কামরুল আহসান স্বাধীন, নিকলী সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুর্শেদ আলম, সাধারণ সম্পাদক তহুর উদ্দিন, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামসহ আরো অনেকেই। পর্যায়ক্রমে মোট ৫০০ জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।