নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন জেলে নৌকা নিয়ে উপজেলার বড় হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলহু মিয়া ও শফিকুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
আহতরা হলেন, একই ইউনিয়নের শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩৫) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মোতালেব (৪৫)। আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
নিকলী থানার ওসি শামসুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে দশজন জেলের একটি দল নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে চার জেলে আহত হন। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।