নিকলীতে বন্যার্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কারপাশা, দামপাড়া ও সদর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এই সহায়তা প্রদান করেন।

প্রতি প্যাকেট ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি, ২০০ গ্রাম হলুদ, ১০০ গ্রাম মরিচ, ১০০ গ্রাম ধনিয়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে।

জেলা প্রশাসক বলেন, বন্যা মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ইতোমধ্যে বারো হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে আছে। উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনসহ স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি সামলাতে যথেষ্ট পরিমানে ত্রান রয়েছে।

এসময় নিকলী উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, কারপাশা ইউনিয়নের চেয়ারম্যান তাকি আমান খান, দামপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.