নিকলীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নিকলী থেকে এক হাজার সাতশত পিস ইয়াবাসহ পংকজ চন্দ্র পাল (সোহেল) (৫০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আজ রবিবার সন্ধ্যায় নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পংকজ চন্দ্র পাল নিকলী দামপাড়া এলাকার পরেজ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ড বিএন এম শোভন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পংকজ চন্দ্র পালের মাদক ব্যবসার বিষয়টি জানার পর র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার সাতশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.