স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলী থেকে আট’শ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। আজ রবিবার দুপুরে উপজেলার মজলিসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে মোঃ কামাল (৫৬)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নিকলী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।