নিখোঁজের দুই দিন পর ভুট্টা ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে নিখোঁজে দুই দিন পর জুবু মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাইজচর এলাকার মেঘনা নদীর পাড়ের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর জুবু মিয়া উপজেলার মাইজচর মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাইজচর মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে কিশোর জুবু মিয়া গত রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়। গভীর রাত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারে লোকজন তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে আর পায়নি। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এক কৃষক মাইজচর মেঘনা নদীর পাড়ের ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী বাজিতপুর থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে কিশোর জুবু মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে। পরে কিশোরের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য কিশোরের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত বয়বস্থা নেয়া হবে।

Share.